শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক নির্বাচিত রুবেল মজুমদার

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের আলো ও রাইজিংবিডি-এর নিজস্ব প্রতিবেদক রুবেল মজুমদার।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরানসহ সমিতির অন্যান্য সদস্যরা।

রুবেল মজুমদার গত এক দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলভাবে সাংবাদিকতা করে আসছেন। তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিকবার সেরা প্রতিবেদক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর রুবেল মজুমদার সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাঁদের আস্থা ও ভালোবাসা আমার জন্য প্রেরণার উৎস। সাংবাদিক সমিতির মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও ফলপ্রসূভাবে এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়