শিরোনাম
◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা?

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেক নিউজ

স্থাপত্যবিদ্যায় শীর্ষ ১৫০০-র মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেই সংবাদটি মিথ্যা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কিউএস কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের স্থাপত্যবিদ্যা বিভাগের র‌্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষ ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এই দাবিতে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ নামের গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে অনুসন্ধান করে তাদের প্রতিবেদনের সত্যতা মেলেনি। বরং এই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে করা উক্ত দাবিটি মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে।

[৩] অনুসন্ধানে কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এর ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে স্থাপত্যবিদ্যা বিভাগে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১ থেকে ২৪০তম স্থানের মধ্যেই রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম। র‌্যাঙ্কিং তালিকাটি চলতি বছরের ১০ এপ্রিল প্রকাশ করা হয়েছে। অবাক করা ব্যাপার হলো এ তালিকায় ১৫০০টি নয়, মোট ২৪০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

[৪] তালিকাটি পর্যবেক্ষণ করে জানা যায়, ৯৭.৪ স্কোর পেয়ে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ শীর্ষস্থান দখল করেছে। ৯৫.৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শিক্ষা প্রতিষ্ঠান ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং ৯৩.২ স্কোর পেয়ে তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডসের শিক্ষা প্রতিষ্ঠান ‘ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি’। উক্ত তালিকায় ২০১-২৪০তম স্থানের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নাম দেখতে পাওয়া যায়। তবে বুয়েট কত স্কোর পেয়েছে এবং নির্দিষ্ট কততম স্থান দখল করেছে তা জানা সম্ভব হয়নি। 

[৫] সুতরাং, কিউএস কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের স্থাপত্যবিদ্যা বিভাগের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি শীর্ষক দাবিটি মিথ্যা ও বানোয়াট। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়