শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশিত হল নাসিমের চার কবিতার অ্যালবাম

প্রকাশিত হল নাসিমের চার কবিতার অ্যালবাম

ডেস্ক রিপোর্ট: সময় প্রবাহিত হয়। সময়কে চিহ্নিত করে তার সংকটগুলো প্রকাশ করেন কবি-লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। পথ চলতে থাকা মানুষও তখন সময়কে চিনে নিতে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, যাত্রা বিরতি দেয়। 

তেমনই এক আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল কবি ও আবৃত্তিশিল্পী কামরুল হাসান নাসিমের কবিতার চার অ্যালবামের মোড়ক উন্মোচন ও একক আবৃত্তি সন্ধ্যা। নাসিমের মনোমুগ্ধকর আবৃত্তি ও বাঁশি সেতারের সিম্ফনিতে মেতে ওঠে যাত্রা বিরতি।

অনুষ্ঠানের শুরুতেই অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলা কবিতার তিনটি অ্যালবাম নেত্র, বাহির, মেঘ ছাড়াও ইংরেজি কবিতার লুসিফার শীর্ষক অ্যালবামগুলোতে ঠাঁই হয়েছে কবির ৩৬টি কবিতা।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক কবি সুহিতা সুলতানা, সাংবাদিক ও কলামিস্ট জব্বার হোসেন, হাই ওয়ে ব্যান্ডের ভোকাল ইথার, কেএইচ এন সেক্রেটারিয়েট এর সিইও আয়শা এরিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “কামরুল হাসান নাসিম নাসিমের কবিতা উঠে এসেছে গভীর দর্শন, রাজনৈতিক সচেতনতা ও সমাজ, রাস্ট্র ও মানুষ ও প্রাণ প্রকৃতির সংকটগুলো। যা তার আবৃত্তির মধ্য দিয়ে নতুন একমাত্রায় আমাদের সামনে হাজির করে।”

নাসিম জানান, অ্যালবামগুলোতে তিনি চেষ্টা করেছেন যতটা সম্ভব সহজ ও আবৃত্তিযোগ্য কবিতাগুলো রাখার। যাতে মানুষের কাছে তা সহজে পৌঁছায়।  এ কবিতাগুলো গ্রন্থভুক্ত হবে না।

নাসিম তার বক্তব্যে বলেন, “আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক জগতে একটা বন্ধাকাল চলছে। মৌলিক সৃষ্টির ক্ষরা চলছে। প্রভাবসর্বস্ব সৃষ্টিতে মেতেছেন আমাদের শিল্পীরা। শুধু চিত্ররূপময় কবিতা আমি লিখিনি। আমি বলতে চেয়েছি আমার যা বলার। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, এসব আমার স্বতন্ত্র মৌলিক উচ্চারণ। 

জনপ্রিয়তা আমাকে স্পর্শ করে না। কিন্তু আমি জানি সময় আমাকে খুঁজে নিতে হবে। আবৃত্তির ক্ষেত্রেও বলবো, আমি ধারা ভেঙে নতুন করে কিছু করতে চেয়েছি। সমঝদার শ্রোতারা নিশ্চয়ই তা বুঝতে পারবেন।”

নাসিম বলেন, “আমি মনে করছি, এখন আমার দেয়ার সময়। সাহিত্য-শিল্প সংস্কৃতি, রাজনীতিসহ ২২টি অঙ্গনের মাধ্যমে আমি পৃথিবীকে আমার উপলব্ধিজাত সত্য এবং দর্শনগুলো ক্রমাগত দিয়ে যেতে চাই। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ। ”

মোড়ক উন্মোচন পর্ব শেষে নাসিম তার বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। এ সময় তার  সাথে ছিল কে এইচ এন টিউন  ক্ল্যাসিক উইং। নাসিমের কন্ঠের অন্তরালে ছিলেন-গিটারে তৌহিদ,  সেতারে শ্রাবণ, বাঁশিতে জাবিউল ইসলাম ও কি বোর্ডে দীপু।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়