শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০২ মে, ২০২৩, ০১:৪১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৩, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি-অনুবাদক আফতাব আহমদ আবারও হাসপাতালে ভর্তি

আফতাব আহমদ

মাজহার মিচেল: তার ঘনিষ্ট বন্ধু তুষার দাস মঙ্গলবার (২ মে) সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকের এক পোষ্টে এ তথ্য জানান। তিনি জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারনে সংকটাপন্ন অবস্থায় ৪র্থ বারের মতো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অনেক ব্যাগ রক্ত দেয়া হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাকে রাজধানীর স্কয়ার হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক মরহুম হুমায়ুন আহমেদের ছেলে নূহাশ আহমেদ এ গুণী কবি-অনুবাদকের জন্য রক্তের আবেদন করেছেন।

পোষ্টে তুষার দাস লিখেছেন, আফতাব আহমদ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দক্ষতার সংগে দীর্ঘদিন কাজ করে বর্তমানে অবসর-জীবন যাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী এই ছাত্র নানা শিক্ষা-প্রতিষ্ঠানে ইংরেজি পড়িয়েছে। সে ইংরেজি ঢাকা কুরিয়ার পত্রিকায় একসময় নিয়মিত কলামও লিখতো।

তার ব্যয়বহুল চিকিৎসা নির্বাহ বেশ কঠিন হয়ে উঠার কারণে সুচিকিৎসার জন্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সুদৃষ্টি আকর্ষণ করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের বিখ্যাত মঞ্চ, বেতার ও চলচ্চিত্রের অনন্য অভিনেত্রী মরহুমা আয়েশা আক্তারের কনিষ্ঠ সন্তান আমাদের বন্ধু আফতাব আহমদ।

এমএম/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়