জাফর খান: এমন দাবি করে ইংরেজিতে লেখা একটি প্ল্যাকার্ড ‘ABOLISH DSA' মঙ্গল শোভা যাত্রায় সবার নজরে কেড়েছে। আর এই নিয়ে হয়েছে বেশ সমালোচনাও। কারণ বাংলা নববর্ষ বাঙালির অস্তিত্বের সঙ্গে জড়িত আর এমন দিনে বাংলা ভাষার বদলে ইংরেজি ভাষায় দাবি জানানোর বিষয়টি কিছুটা বেমানান ছিল বলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের প্রতিক্রিয়ায় জানান।
এই নিয়ে একজন গণমাধ্যমকর্মী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন- ‘বৈশাখের জনসমাগমে সবাই সবকিছু বাংলাতেই লিখছে। দু'একটা প্ল্যাকার্ড দেখলাম লেখা। এই দাবিটা ইংরেজিতেই করতে দেখি অনেককে। বামপন্থীদেরকেও। এমনিতেও চোখে লাগে। আজ একটু বেশি লাগল।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা নিয়ন্ত্রিত যুদ্ধে জিহাদকে উস্কে দিতে বলব এর নাম শ্রেণি সংগ্রাম আর নিজ দেশের আইন বাতিলে আমেরিকার অনুগ্রহ চেয়ে ইংরেজিতে প্ল্যাকার্ড লিখব! বাঙালি মুসলমান এক কেবলায় স্থির থাকে না! ‘এসময় শোভাযাত্রায় এই সংক্রান্ত দাবি নিয়ে বাংলাতেও বেশ কিছু প্ল্যাকার্ডও দেখা যায় শোভাযাত্রায়।