শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে ওঠার পর যে ভুলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি

সারা দিন ভালো থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কেউ সকালে ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবার কেউ অফিসের কাজ নিয়ে টেনশন করেন। এ ধরনের অভ্যাসগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে।

আর একজন সাধারণ মানুষের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি থাকে সকালবেলা। যাদের হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে, তাদের সচেতন হওয়া জরুরি। বিশেষ করে সকালবেলা। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর বেশ কয়েক ঘণ্টা হার্টের রোগীদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে কোনো ভুল করা চলবে না।

জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে যে কোনো বয়সেই থাবা বসাতে পারে হৃদরোগ। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের সমস্যা থাকলে এ বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি। কিন্তু অস্বাস্থ্যকর জীবনযাপন, সময়ের অভাবে অনিয়মিত খাওয়াদাওয়া, অত্যধিক ব্যস্ততা অথবা মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি। 

এর সঙ্গে প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি, বাইরের তেল-মসলাদার খাবার বেশি খাওয়ার অভ্যাসেও লাগাম টেনে ধরতে হবে। এসবের পাশাপাশি হৃদরোগ ঠেকাতে আরও একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে সকালে। 

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, মানসিক চাপ ছাড়াও সকালের কিছু অভ্যাসের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায়, প্লেটলেটের আঠালো ভাব বৃদ্ধি পায় এবং শরীরে রক্তচাপের মাত্রাও বেড়ে যায়। এসব কারণে সকালবেলা হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি থাকে। সকালের কিছু ভালো অভ্যাস হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন হৃদরোগ চিকিৎসক সঞ্জয় ভোজরাজ। তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে— সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ হৃদরোগে আক্রান্ত হন এবং হৃদরোগের কারণে মৃত্যুও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি হয়। বিকাল ৫টা থেকে ৬টার মধ্যেও এই প্রবণতা দেখা গেছে গবেষণায়। সকালে উঠেই কফিতে চুমুক, পানি না খাওয়া, ওষুধ না খাওয়া এবং কাজে ব্যস্ত হয়ে পড়া— এসব অভ্যাস হার্টের পক্ষে মোটেও ভালো নয়। হৃদরোগ এড়াতে চাইলে ঘুম থেকে উঠে সবার আগে খালি পেটে পানি খান বেশি করে, প্রয়োজনীয় ওষুধপত্র নিন। প্রোটিনে ভরপুর প্রাতরাশ করুন, তারপর চা-কফি খান। সকালে উঠে অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটাহাঁটি করুন। এভাবে সকালটা শুরু করলে হার্ট ভালো থাকবে।

অন্যদিকে হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার বলেন, ঘুম থেকে ওঠার পর শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে স্বাভাবিক কারণেই রক্তচাপ ও হার্ট রেট বেড়ে যায়। সকালের দিকে প্লেটলেটের ঘনত্ব বেড়ে যায় বলে রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়ে। এর প্রভাবে করোনারি আর্টারি ব্লক হওয়ার ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায়। তাই হৃদরোগীদের সকালবেলা বাড়তি সতর্ক থাকতে হবে। সকালের রুটিনে শরীরচর্চা, হাঁটাহাঁটি বাদ দেওয়া চলবে না। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়