শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের বলিরেখা ও দাগছোপ দূর করতে গাজরের জাদুকরী ফেসপ্যাক

ত্বকের বলিরেখা, দাগছোপ, র‌্যাশ, চুলকানির সমস্যা সমাধানে গাজরের গুণাবলি অতুলনীয়। ত্বক হাইড্রেটেড রাখা খুব বেশি জরুরি। আর ত্বকে যদি পর্যাপ্ত কোলাজেন না থাকে, তখনই বলিরেখা, দাগছোপ ত্বকে জেঁকে বসবে। আর এসব সমস্যা সমাধানে যদি একটি উপাদানের কথা বলতে হয়, সেক্ষেত্রে গাজরের জুরি মেলা ভার। সাধারণ ফেসপ্যাকের বদলে যদি ত্বকে গাজর মাখেন, তা হলে সমস্যা দূর হতে পারে। 

গাজরের মধ্যে বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। বিটা-ক্যারোটিন শরীরে ঢুকে ভিটামিন এ-তে রূপান্তরিত হয় এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই দুই উপাদান একসঙ্গে মিলে ত্বকের প্রদাহ রোধ করে এবং কোষকে সুরক্ষিত রাখে। এমনকি ক্ষতিকর ইউ-ভি রশ্মির হাত থেকেও ত্বককে সুরক্ষিত রাখে। পাশাপাশি ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে এটি সহায়ক। 

ত্বকের সমস্যা কমাতে বাড়িতে বানিয়ে নিন গাজরের ফেসপ্যাক 

গাজর ও মধুর ফেসপ্যাক 

একটি গাজর নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। ওই গাজরের পেস্টের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি মুখ ও গলায় ভালো করে মেখে নিন। মিনিট দশেক রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে। এই শীতে শুষ্ক ত্বকের যত্নে এই প্যাকটি সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন। 

টকদই ও গাজরের ফেসপ্যাক 

গাজরের পেস্ট থেকে রস ছেঁকে নিন। ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে শসার রস এবং ১ চামচ টকদই মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ভালো করে ফেটিয়ে নিয়ে ত্বকে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক এক্সফোলিয়েশনের কাজও করবে। ত্বক থেকে মৃত কোষের স্তর এবং ময়লা পরিষ্কার করে দেবে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে। 

গাজর আর বেসনের প্যাক 

১ চামচ গাজরের পেস্ট, ১ চামচ দুধ এবং ২ চামচ বেসন মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে নিন।  মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বক থেকে তেল-ময়লা দূর করে দেবে। পাশাপাশি ট্যানের হাত থেকেও মুক্তি দেবে। তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের জন্য এটি একটি আদর্শ ফেসপ্যাক। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়