শিরোনাম
◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের ফল ও সবজিতে ফরমালিনের ঝুঁকি, সহজ উপায়ে দূর করার পরামর্শ

শীত পড়তেই বাজারগুলিতে এখন মরশুমি ফলের ভিড়। আপেল থেকে কমলালেবু, বেদানা থেকে নেসপাতি, বিভিন্ন রসালো ফলের রং আর গন্ধে বাজার ভর্তি। বাজারে গিয়ে নানারকম ফল আর সবজিতে আপনারও নিশ্চই ব্যাগ ভর্তি।

আসলে শীত মানেই আয়েশ করে খাওয়া। কমলা লেবুর কোয়া ছাড়াতে ছাড়াতে অথবা আপেলের টুকরো বা আঙ্গুর মুখে দিয়ে রোদের আমেজে গা সেঁকে নিতে কার না ভাল লাগে। তাই কমবেশি সবাই এই সময় নানা ধরণের মৌসুমী ফল কিনে থলে বোঝাই করে বাজার থেকে ফেরেন।

কিন্তু এই সব নানা ধরণের ফলেই যে লুকিয়ে থাকে চরম ক্ষতিকর বিষের সমান কেমিক্যাল, তার খবর কতজন রাখেন ? ফলে লাগানো এক ধরণের রাসায়নিক কিন্তু শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনতে পারে।

আমরা জানি এক ধরণের অসাধু ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য ফরমালিনমুক্ত ফল বলেই বিক্রি করে থাকেন এই রাসায়নিক দেওয়া ফল। সাদা চোখে দেখে বোঝার উপায় থাকে না এই ফলগুলি আদৌ কী পরিমাণ ক্ষতি সাধন করতে পারে আপনার শরীরের জন্য।

সাধারণত এই ধরণের ফলগুলি দীর্ঘ সময় টাটকা দেখাতেই ফলে মেশানো হয় বিশেষ ধরণের এক কেমিক্যাল। আমরাও একপ্রকার বাধ্য হয়ে কিনে খাই সেই ফল। কিন্তু এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন, একটু সচেতন হলে ফলমূল থেকে ফরমালিন অনেকটাই দূর করা সম্ভব।

এই প্রসঙ্গে কোঝিকোড়ের সিনিয়র প্যাথলজিস্ট, অনকোপ্যাথোলজি বিশেষজ্ঞ, ডাঃ নীনা ম্যাম্পিলি বলেন,“আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা একটি খাবার হল ফল। পুষ্টির ভাণ্ডার হলেও কিন্তু এই খাবারেই থাকতে পারে 'ফরমালিন' নামক বিষাক্ত রাসায়নিক যা সহজে কেউ ধরতে পারবেন না সাদা চোখে। তাই সতর্ক হওয়া জরুরি। সামান্য কিছু উপায়েই ফল অথবা মাছ কিন্তু ফরমালিন মুক্ত করা সম্ভব।”

এখন প্রশ্ন হল কীভাবে ফল ফরমালিন মুক্ত করবেন? আদৌ কি এই প্রক্রিয়া এতটাই সহজ? সব প্রশ্নের উত্তর আজ এই প্রতিবেদনে। একটু দেখে নিলে বুঝতে পারবেন আপনিও।

গবেষণায় দেখা গিয়েছে, ভিনিগার ও জলের মিশ্রণে ১৫ মিনিট ফল বা সবজি ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগ ফরমালিনই দূর হয়ে যায়।

ভিনিগার হাতের কাছে না থাকলে ফল খাওয়ার আগে সামান্য লবণ জলেও ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন।

এতে ফলের ফরমালিন দূর হবে বেশ অনেকখানি। শুধু ফল নয়, সবজি ও মাছের মতো বেশ কিছু খাদ্য সামগ্রীতেও ফরমালিন যোগ করা হয়। পরিষ্কার জলে প্রায় ১ ঘণ্টা মাছ ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়।

গবেষণা বলছে, ফরমালিন দেওয়া মাছ লবণ মেশানো জলে টানা ১ ঘণ্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফরমালিনের মাত্রা কমে যায়। শুধু তাই নয়, প্রথমে চাল ধোয়া জলে ও পরে সাধারণ জলে ফরমালিনযুক্ত মাছ ধুয়ে নিলে শতকরা প্রায় ৭০ ভাগ ফরমালিন দূর হয়।

শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সূত্র: নিউজ 18 বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়