শিরোনাম
◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি? ◈ দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি: সালাহউদ্দিন আহমদ ◈ শাপলা ছাড়া অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়, ইসিকে এনসিপি ◈ চীনা প্রযুক্তিই গেমচেঞ্জার’— ভারতের সঙ্গে সংঘাতে পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক নয়, ভিটামিনের অভাবেই অল্প বয়সে পেকে যাচ্ছে চুল

বয়স বাড়ার সঙ্গে বার্ধক্য আসবেই। প্রথম তার চিহ্ন দেখা যায় চুলের রঙে বদলে, আর গলার চামড়ায় কুঁচকানো ভাঁজে। তবে এখন এমন অনেকেই আছেন যাদের বয়স ত্রিশও হয়নি, কিন্তু মাথায় উঁকি দিচ্ছে সাদা চুল। কয়েকটি চুল পাকা থেকে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মাথায়।

অনেকেই ভাবেন প্রসাধনীর রাসায়নিক উপাদানই এর জন্য দায়ী, কিন্তু বাস্তবে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ঘাটতিও এই অকালপক্বতার পেছনে বড় ভূমিকা রাখে।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি’-তে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, চুল পাকার পিছনে শুধু বাইরের কেমিক্যালই নয়, শরীরের ভেতরের পুষ্টির ঘাটতিও দায়ী। বিশেষ করে ভিটামিন বি-১২, ভিটামিন ডি, ভিটামিন বি-৭ (বায়োটিন), জিংক, ম্যাগনেশিয়াম ও কপারের অভাব থাকলে চুল দ্রুত পেকে যায়।

চুল পাকার পেছনে ভিটামিন কীভাবে কাজ করে?

চুলের রং ধরে রাখে শরীরের মেলানোসাইট নামের এক ধরনের কোষ।এই কোষ তৈরি হয় স্টেম সেল থেকে। মেলানোসাইট কোষ থেকে উৎপন্ন মেলানিন নামক রঞ্জক পদার্থই আমাদের চুলকে কালো বা বাদামি রঙ দেয়। চুলের গোড়ায় থাকা মেলানোসাইট যদি নষ্ট হয়ে যায়, বা মেলানিন উৎপাদন কমে যায়, তাহলে ধীরে ধীরে চুলের স্বাভাবিক রঙ হালকা হয়ে সাদা হয়ে যায়। এই মেলানোসাইটের কার্যক্ষমতা অনেকাংশে নির্ভর করে শরীরে ভিটামিন ও খনিজের উপস্থিতির উপর।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি’-তে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, চুল পাকার পিছনে শুধু বাইরের কেমিক্যালই নয়, শরীরের ভেতরের পুষ্টির ঘাটতিও দায়ী। বিশেষ করে ভিটামিন বি-১২, ভিটামিন ডি, ভিটামিন বি-৭ (বায়োটিন), জিংক, ম্যাগনেশিয়াম ও কপারের অভাব থাকলে চুল দ্রুত পেকে যায়।

করণীয় কী?

চুলকে অকালপক্বতা থেকে বাঁচাতে হলে প্রয়োজন সঠিক পুষ্টির। সাপ্লিমেন্ট নেওয়ার বদলে খাবারের মাধ্যমেই ভিটামিন ও খনিজের ঘাটতি মেটানো সবচেয়ে ভাল উপায়। যেসব খাবারে পাওয়া যায় এসব উপাদান- ভিটামিন বি-১২: দুধ, ডিম, মাছ, মাংস।

ভিটামিন ডি: রোদে থাকলে শরীর নিজেই তৈরি করে; পাশাপাশি ডিম, মাছ, বাদামেও পাওয়া যায়।
ভিটামিন বি-৭ (বায়োটিন): বাদাম, বীজ, ওটস।
জিংক ও ম্যাগনেশিয়াম: সবুজ শাকসবজি, টাটকা ফল, বাদাম।

সঠিক খাদ্যাভ্যাসই চুলের প্রকৃত যত্ন। নিয়মিত পুষ্টিকর খাবার খেলে অকালপক্বতার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।

সূত্র : আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়