সাগর আকন, বরগুনা: বরগুনার পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামী, সতীন ও সতীনের ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (আজ) দুপুর দুইটার দিকে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার, তার দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম এবং এলাচির ছেলে সুজন তালুকদার (পিতা: মোস্তফার মিয়া)।
মামলার বাদী ছিলেন নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রঞ্জুয়ারা শিপু জানান, মহিমা বেগমকে পারিবারিক কলহের কারণে প্রায়ই নির্যাতন করত স্বামী কবির, সতীন এলাচি ও সৎ ছেলে সুজন। ২০১৯ সালের ২৫ অক্টোবর তারা পরিকল্পিতভাবে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করে। পরে নিহতের ছেলে হেলাল তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ৫ বছর পর আদালত এই মামলার রায় ঘোষণা করল।