শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল 

মসজিদে মুসল্লিদের ঢল 

জাফর খান: পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় জুমার নামাজ আদায়ের জন্য বাড়তি আনন্দে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দেখা গিয়েছে মুসল্লিদের ঢল। কাতারে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সাদা-কালো, ধনী-গরিব, ছোট-বড় সকলের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে মসজিগুলো।

মুসল্লিদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে মুসল্লিদের অংশগ্রহণও দেখা যায় কয়েকগুণ বেশি। 

প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। পরে নামাজ শেষে  মুসল্লিরা নিজের এবং দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন। বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। এসময় দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিরা সিঁড়ি ও রাস্তায় দাঁড়িয়েও  নামাজ আদায় করেন। 

নামাজের আগে বায়তুল মোকাররমে বিশেষ খুতবা পেশ করেন খতিব মুফতি রুহুল আমীন। সারাদেশেও মসজিদে মসজিদে পাঠ করা হয় জুমার খুতবা।  খুতবার আগে  খতিব মুফতি রুহুল আমীন রমজানে বিভিন্ন আমলের গুরুত্বের নানাদিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব নিয়েও প্রদান করেন জরুরী তথ্য।

এছাড়াও রমজানে কোরান পাঠের ফজিলতের কথা তুলে ধরে মুফতি রুহুল আমীন বলেন, এই মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। তাই  আমাদের উচিত সহীহ্ভাবে এই মাসে বেশি-বেশি কোরআন তেলোয়াত করা। তারাবির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,  যারা শারীরিক সমস্যাসহ নানা কারণে যারা  খতম তারাবি পড়তে অপারগ তাদেরকে সূরা তারাবি পড়ে নেওয়ার পরামর্শও দেন তিনি। 

এদিকে বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর মহাখালী মসজিদে গাউছুল আজম, হাইকোর্ট জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা যায়।

মুসল্লিদের নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম মসজিদের সামনে ও আশপাশের এলাকায় এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। 

উল্লেখ্য, মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় মন প্রাণ দিয়ে ইবাদত করে থাকেন। মাসটিতে অশেষ রহমত, বরকত ও তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগের পাশপাশি আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার প্রাণান্তকর চেষ্টা করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

জেকেএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়