শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর শাস্তি থেকে বাঁচার ৫ উপায়

আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবনের সবকিছুর হিসাব পরকালে দিতে হবে। পরকালের শাস্তি থেকে বাঁচতে হলে তাঁর কাছে আত্মসমর্পণ করা ছাড়া গত্যন্তর নেই। এখানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার ৫টি উপায় আলোচনা করা হলো—

তওবা: হজরত ইউনুস (আ.)-এর গল্পে উল্লেখ আছে, আল্লাহ তাআলা তাঁর সম্প্রদায়ের ওপর থেকে আজাব তুলে নেন তাদের ইমান ও তওবার কারণে। ইরশাদ হয়েছে, ‘আর জনপদবাসীরা কেন এমন হয় না যে তারা ইমান আনত এবং ইমান তাদের উপকারে আসত। তবে ইউনুস সম্প্রদায় ব্যতীত। যখন তারা ইমান আনল, আমি তাদের থেকে পার্থিব জীবনের শাস্তি দূর করে দিলাম এবং তাদের কিছুকালের জন্য ভোগ-বিলাসের জীবন দান করলাম। (সুরা ইউনুস: ৯৮)

ইসতিগফার: আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ এমন নন যে, আপনি (নবী) তাদের মধ্যে থাকবেন অথচ আল্লাহ তাদের শাস্তি দেবেন এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের শাস্তি দেবেন।’ (সুরা আনফাল: ৩৩)

কল্যাণের আহ্বান: ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে এমন এক দল যেন থাকে, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান: ১০৪)

গুনাহ পরিত্যাগ: আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকা এবং প্রকাশ্যে পাপ না করা, শাস্তি থেকে বাঁচার উপায়। লুত (আ.)-এর সম্প্রদায় প্রকাশ্য মজলিশে অপকর্মে লিপ্ত হতো। ফলে তাদের ওপর শাস্তি এসেছে। (সুরা আনকাবুত: ২৯)

দান-সদকা: পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাগানওয়ালাদের কথা বলেছেন। তারা গরিবদের বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে আল্লাহর পক্ষ থেকে এক বিপর্যয় তাদের বাগান জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়। (সুরা কলম: ১৭-২৭) সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়