শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সব অভ্যুত্থান, লুটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র'

তেহরানের জুম্মার নামাজের খতিব আমেরিকাকে সমস্ত অভ্যুত্থান, লুটপাট এবং যুদ্ধের প্রধান কারিগর হিসাবে উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় এখন যা ঘটছে তার পেছনে রয়েছে বাইরের কঠিন ষড়যন্ত্র।

মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক চ্যানেল জানিয়েছে, তেহরানের জুম্মার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে এ অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের প্রধান হাতিয়ার।

জুমার নামাজের খতিব আরো বলেছেন: সিরিয়ার ঘটনাবলীর বহু দিক রয়েছে।  বর্তমানে একাধিক লক্ষ্য সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী সিরিয়া দখল করে আছে এবং বলা যায় দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত।

হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, যদি কোনো দেশের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে থাকে এবং সাহায্য চায় তবে আমরা তাদের সাহায্যে এগিয়ে আসতে পরি। কিন্তু সিরিয়ার সৈন্যরা যুদ্ধ চায়নি, সে কারণে সিরিয়ায় আমাদের উপস্থিতির প্রয়োজন ছিল না।

তেহরানে জুমার নামাজের খতিব বলেন,  এর আগে দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি ছিল প্রজ্ঞাপূর্ণ এবং এটা আমাদের দায়িত্ব ছিল। কারণ সে সময় আমরা সিরিয়ার সহযোগিতায় বিশ্বে নিরাপত্তাহীনতার আগুন নেভাতে পেরেছিলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়