শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.)-এর পাঁচটি বিশেষ উপদেশ আবু হুরায়রা (রা.)-এর প্রতি 

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন কে আছে, যে আমার কাছ থেকে এ কথাগুলো গ্রহণ করবে এবং সে মোতাবেক নিজেও আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে? আবু হুরায়রা (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আছি। অতঃপর তিনি আমার হাত ধরলেন এবং গুনে গুনে পাঁচটি কথা বলেন। যথা-

১. তুমি নিষিদ্ধ ও হারাম জিনিস থেকে বিরত থাকো, তাহলে তুমি লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ তথা ইবাদতকারী বলে গণ্য হবে। অন্য হাদিসের মধ্যে নবী কারিম (সা.) গুনাহ বর্জনকারীকে বাস্তবিক মুহাজির বলে ঘোষণা করেছেন। (বুখারি, হাদিস : ১০) 

২. তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন, তাতে খুশি থাকো, তবে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড়ো ধনী হবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী কারিম (সা.) বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হওয়া যায় না, বরং অন্তরের ধনীই প্রকৃত ধনী। (সহীহ বুখারি, হাদিস : ৬৪৪৬)

৩. প্রতিবেশীর সাথে নম্র আচরণ করো, তাহলে তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী কারিম (সা.) বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান আপদমুক্ত থাকে। (সহিহ বুখারি, হাদিস : ১০)

৪. যা নিজের জন্য পছন্দ করো, তাই অন্যের জন্যও পছন্দ করো, তাহলে প্রকৃত মুসলমান হতে পারবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী কারিম (সা.) বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার প্রতিবেশী ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে। (সহিহ বুখারি, হাদিস : ১৩)‏

৫. বেশি হাসা থেকে বিরত থাকো। কেননা অতিরিক্ত হাস্য-কৌতুক হূদয়কে মেরে দেয়। এ কারণেই সুরা তওবার ৮২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে—অর্থাত্ তোমরা হাসো কম কাঁদো বেশি। আর হাদিসের মধ্যে নবী কারিম (সা.) বলেন, হে উম্মতে মুহাম্মাদী! ওই সত্তার শপথ! যার হাতে মুহাম্মাদের প্রাণ। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে হাসতে কম কাঁদতে বেশি। বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতিমিনতি  করতে। (বুখারি, হাদিস : ১০৪৪)

অন্য হাদিসে নবী কারিম (সা.) বলেন, তোমরা খুব ক্রন্দন করো, যদি কাঁদতে না পারো, তবে কান্নার ভান করো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৩৩৭/৪১৯৬) 

আল্লাহ তায়ালা আমাদের উক্ত গুণ অর্জন করার এবং তার ওপর যথাযথ আমল করার তাওফিক দান করেন। আমিন। (রেফারেন্স : সুনানে তিরমিজি, হাদিস : ২৩০৫; মুসনাদে আহমাদ, হাদিস : ৮০৯৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৪২১৭)

লেখক: ইমাম ও খতিব, লস্কারপুর, পংকবিলা পশ্চিমপাড়া জামে মসজিদ, নড়াইল সদর, নড়াইল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়