শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে জেনারেল ইলেকশনকে বলা হলো ‘দ্য জেনারেল’স ইলেকশন’

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের ১৬তম পার্লামেন্ট নির্বাচন নিয়ে এই শিরোনামটি করেছে ফ্রান্স ২৪। পুরো শিরোনামটি এরকম: দি ‘জেনারেলস ইলেকশন’ ইন পাকিস্তান দ্যাট টার্নড এ্যাগেইস্ট দ্য মিলিটারি। প্রতিবেদনে পারমাণবিক শক্তিধর সেনাবাহিনীর কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে লেখা হয়েছে, পাকিস্তানের ২০২৪ সালের নির্বাচন ‘জেনারেল’ নয় ‘জেনারেলস’-দের নির্বাচন। এই নির্বাচন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি কারচুপি করা নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

[৩] পাকিস্তানের নির্বাচন নিয়ে দ্য প্রিন্ট পত্রিকার এডিটর-ইন-চিফ শেখর গুপ্ত ‘কাট দ্যা ক্লাটার’ এপিসোডের লেখা শুরু করেছেন এভাবে: ‘আপনি হয়তো ভাবছেন পাকিস্তানের রাজনীতি এবং পাকিস্তানের নির্বাচন, আমাদের অন্যতম প্রিয় বিষয় নিয়ে কথা বলতে কেন আমাদের কয়েকদিন সময় লেগেছে। এর কারণ এক, পরিস্থিতি দ্রুত গতিতে চলেছে এবং দ্বিতীয়ত, পরিস্থিতি খুব বেশি বিশৃঙ্খল হয়ে পড়েছে আমার পক্ষে এটিকে ধরে রাখতে ....’। 

[৪] ইন্ডিয়া টুডের শিরোনাম হলো ‘জেইলড ইমরান খান স্টিলস দি শো, টাইম ফর আর্মি টু ইন্ট্রোসপেক্ট’। প্রতিবেদনে বলা হয়, জোটের মাধ্যমে সরকার গঠনে দলগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু পাকিস্তানের জনগণ কোনো ‘সিলেকশন’ হওয়া সরকারকে গ্রহণ করবে না। জনগণের দেওয়া ম্যানডেট অনুসারে ভিন্ন ধরনের একটি সরকার কি পাকিস্তানে হবে, যা পাকিস্তানের রাস্তাঘাটে কোনো বিশৃংখলা সৃষ্টি হবে না।

[৫] পাকিস্তানের নির্বাচন নিয়ে এমনি আরো নানা স্বাদের শিরোনাম করেছে বার্তা সংস্থাগুলো এবং শিরোনামের মধ্যেই নিহিত রয়েছে প্রতিবেদনের মূল নির্যাস। যেমন: ‘পাকিসন্তান’স এক্স-পিএম নওয়াজ শরীফ ডিকলেয়ার্স ভিক্টরি ইন ফ্রড ইলেকশন এস অপোনেন্টস ক্লেইম ভোট-রিগিং (সিএনবিসি),  ‘ইমরান খান লয়ালিস্টস উইন শক ভিক্টরি ইন পাকিস্তান ইলেকশন’ (ফিন্যান্সিয়াল টাইমস), ‘ইমরান খান’স পার্টি ডিফাইড দি অডস ইন পাকিস্তান ইলেকশন উইথ স্ট্রং শোয়িং’ (সিবিসি নিউজ), ‘দি অবজারভার ভিউ অন পাকিস্তান ভোটার্স’ রিজেকশন অব মিলিটারি রুল: এ ভিক্টরি ফর ডেমোক্রেসি’ (দি গার্ডিয়ান), ‘ইমরান খান’স কেনডিডেটস ডিফাই অডস টু থ্রাইভ ইন পাকিস্তান ইলেকশন’ (ব্লুমবার্গ), ‘শকিং অপোজিশন ভিক্টরি থ্রোস পাকিস্তান ইনটু কেয়স’ (নিউ ইয়র্ক টাইমস), ‘পাকিস্তান ইলেকশন ক্রেডিবিলিটি অলরেডি মারড বাই ইন্টারনেট ব্ল্যাক-আউট এ্যান্ড শো কাউন্ট এমিড এ্যাংসাস ওয়েট ফর রিজাল্ট’ (ইনডিপেনডেন্ট), ‘পাকিস্তান ইজ ইন পলিটিক্যাল লিম্বো আফটার ইলেকশন আপসেট - সো ওয়াটস নেক্সট?’ (স্কাই নিউজ) এবং ‘পাকিস্তান’স মিলিটারি ইউজড এভরি ট্রিক টু সাইডলাইন ইমরান খান - এ্যান্ড ফেইলড। নাউ হোয়াট?’ (টাইম ম্যাগাজিন)। সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়