শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় থেকে ২ জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের

সাজ্জাদুল ইসলাম: [২] রাতে গাজার দক্ষিণের রাফা হতে অভিযান চালানোর পর সোমবার (১২ ফেব্রুয়ারি) এই দুই জিম্মিকে সেনারা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সরকার। এরা ১২৮ দিন গাজায় আটক ছিলেন। ইসরায়েলের সামরিক বাহিনী একথা জানায়। এ খবর সত্য হলে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর এটি হবে জিম্মি মুক্ত করার প্রথম ঘটনা। সূত্র : সিএনএন 

[৩] মুক্ত দুই জিম্মি হলেন ৬০ বছর বয়েসি ফানান্ডো সিমন মারম্যান ও ৭০ বছর বয়েসি লুই হার। উভয়েই ৭ অক্টোবর হামাসের আল-আকসা অভিযানের সময় হামাস যোদ্ধাদের হাতে আটক হন। তাদেরকে তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

[৪] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়েভ গ্যালান্ট এক্সএ দেওয়া এক বিবৃতিতে বলেন, তিনি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু কমান্ড সেন্টার থেকে সিনিয়র সেনা কর্মকর্তাদের সঙ্গে একত্রে ইসরায়েলি সেনা ও পুলিশ বাহিনীর এ জিম্মি মুক্ত করার অভিযান প্রত্যক্ষ করেছেন।

[৫] রাফাহতে কয়েকদিন ধরে ইসরায়েলি তীব্র বিমান হামলার মধ্যে এ জিম্মি উদ্ধারের অভিযান চালায় সেনারা। এসব বিমান হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) সোমবার একথা জানিয়েছে।

[৬] সোমবার রাফাহার মিউনিসিপালিটি জানায়, এসব বিমান হামলায় অন্তত দুইটি মসজিদ এবং এগুলোর আশপাশের অন্তত এক ডজন বাড়ি ধ্বংস হয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়