শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউবায় চীনের গোয়েন্দা ঘাঁটির খবর অস্বীকার 

সাজ্জাদুল ইসলাম: ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এ খবর কিউবা ও যুক্তরাষ্ট্র উভয় দেশ অস্বীকার করেছে। পত্রিকাটির খবরে অভিযোগ করা হয় যে চীন ক্যারিবীয় দেশ কিউবায় একটি ইলেক্ট্রনিক পর্যবেক্ষণ স্থাপনা নির্মাণ করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে যোগাযোগের ওপর নজরদারি করা যাবে। সূত্র: আল-আরাবিয়া

কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফারনান্ডেজ ডি কসিয়ো বলেন, কিউবায় চীনের ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণ করার খবর পুরোপুরি মনগড়া ও ভিত্তিহীন। তিনি বলেন, তার দেশ লাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সব ধরণের বিদেশী সামরিক উপস্থিতির বিরোধী। ওয়াল স্ট্রিট জার্নাালে খবরটি প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পর তিনি হাভানায় সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

পত্রিকাটির খবরে বলা হয়, কিউবা ও বেইজিং ক্যারিবীয় দেশটিতে একটি ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণের গোপন চুক্তি করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে নজরদারি করা যাবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও পত্রিকাটির এ খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সারা বিশ্বে বিশেষ করে এ গোলার্ধে চীনের প্রভাব বিস্তারের কর্মকান্ডের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। 

পেন্টাগনের মুখপাত্র পাট রাইডার বলেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবর সঠিক নয়। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়