শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউবায় চীনের গোয়েন্দা ঘাঁটির খবর অস্বীকার 

সাজ্জাদুল ইসলাম: ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এ খবর কিউবা ও যুক্তরাষ্ট্র উভয় দেশ অস্বীকার করেছে। পত্রিকাটির খবরে অভিযোগ করা হয় যে চীন ক্যারিবীয় দেশ কিউবায় একটি ইলেক্ট্রনিক পর্যবেক্ষণ স্থাপনা নির্মাণ করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে যোগাযোগের ওপর নজরদারি করা যাবে। সূত্র: আল-আরাবিয়া

কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফারনান্ডেজ ডি কসিয়ো বলেন, কিউবায় চীনের ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণ করার খবর পুরোপুরি মনগড়া ও ভিত্তিহীন। তিনি বলেন, তার দেশ লাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সব ধরণের বিদেশী সামরিক উপস্থিতির বিরোধী। ওয়াল স্ট্রিট জার্নাালে খবরটি প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পর তিনি হাভানায় সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

পত্রিকাটির খবরে বলা হয়, কিউবা ও বেইজিং ক্যারিবীয় দেশটিতে একটি ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণের গোপন চুক্তি করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে নজরদারি করা যাবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও পত্রিকাটির এ খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সারা বিশ্বে বিশেষ করে এ গোলার্ধে চীনের প্রভাব বিস্তারের কর্মকান্ডের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। 

পেন্টাগনের মুখপাত্র পাট রাইডার বলেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবর সঠিক নয়। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়