শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভায় সমকামী বিয়ের তীব্র বিরোধিতা

রাশিদুল ইসলাম: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের (এআইএমপিএলবি) পক্ষ থেকে সমকামী বিয়ের তীব্র বিরোধিতা করা হয়েছে। মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সভায় বেশ কিছু প্রস্তাব পাস হয়েছে। ৩/৪ জুন মধ্যপ্রদেশের ইন্দৌরে এই সভার আয়োজন করা হয়েছিল। পারসটুডে

মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের এক বৈঠক শেষে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে,  সমকামী বিবাহকে বৈধ করার প্রত্যেকটি প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে  বোর্ড এটিকে দেশ ও মানবতার জন্য অত্যন্ত বিপজ্জনক, মারাত্মক এবং ক্ষতিকর বলে মনে করে। পশ্চিমা দেশগুলোতে সমকামী বিবাহ এবং এলজিবিটি’র অনৈতিক ও অশ্লীল আন্দোলন এখন ভারতে প্রভাব ফেলছে। 

বোর্ড মনে করে ভারতে ঘৃণার বিষ ছড়ানো হচ্ছে এবং তা রাজনৈতিক সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের জন্য খুবই ক্ষতিকর। এটি স্বাধীনতা সংগ্রামী, সংবিধান প্রণেতা এবং এ দেশের প্রথম নির্মাতাদের নির্বাচিত পথের সম্পূর্ণ বিপরীত। বিভিন্ন ধর্ম, উপজাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে দেশকে সেবা করেছে এবং এর উন্নয়নে সমান ভূমিকা পালন করেছে।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে-এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ব নষ্ট হলে ভারতের ঐক্য ভেঙ্গে পড়বে। তাই এই সম্মেলন সরকার, দেশপ্রেমিক নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আইনজ্ঞ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের কাছে তাদের সর্বশক্তি দিয়ে ঘৃণার এই আগুন নেভাতে আহ্বান জানাচ্ছে, অন্যথায় এই আগুন আগ্নেয়গিরিতে পরিণত হবে এবং দেশের সভ্যতা, এর জনপ্রিয়তা ধ্বংস হবে। এর বিকাশ এবং এর নৈতিক ন্যায্যতা সবই পুড়ে ছাই হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়