শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১১:১৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে আবারো প্রচণ্ড লড়াই শুরু

সাজ্জাদুল ইসলাম: সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যকার আলোচনা বন্ধ হয়ে গেছে। এরপরই শুক্রবার রাজধানী খার্তুমে ও অন্যত্র দু’পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ শুরু হয়েছে। সূত্র: আনাদোলু 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর পশ্চিমে ওমদুরম্যান শহরেও প্রচন্ড সংঘর্ঘ ঘটেছে। এ ছাড়া খার্তুমের দক্ষিণে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। রাজধানীর দক্ষিণে তিবার উপকন্ঠে আরএনএফের সবচেয়ে বড় সদরদপ্তরে যুদ্ধ চলছে। 

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় ৭ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গত সোমবার । পরে যুদ্ধরত দু’পক্ষ এর মেয়াদ আরো ৫ দিন বাড়াতে সম্মত হয়। কিন্তু বুধবার শান্তি আলোচনা ভেঙ্গে যায়। এসএএফ আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। তারা দাবি করে, আরএসএফ যুদ্ধবিরতির কোন শর্ত মানেনি এবং যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।

রাজধানী খার্তুম ও নর্থ করদোফান রাজ্যের রাজধানী আল-ওবেইদ শহরে এসএএফ ও আরএসএফের মধ্যে প্রচন্ড সংঘর্ষের পর আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানায় দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র সুদানে যুদ্ধে জড়িত পক্ষগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক কিছু অবরোধ আরোপ করার কথা ঘোষণা করেছে।

সুদানে সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৮৬৩ জন অসামরিক লোক নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। গত ১৫ এপ্রিল সুদানে এ সংঘর্ষ শুরু হয়। দুর্ভোগ লাঘবকারী আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, এ সংঘর্ষের কারণে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যূত হয়েছে। সম্পাদনা; মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়