শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১২:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়বার হোঁচট খেলেন বাইডেন?

আখিরুজ্জামান সোহান: মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দেশটির কলোরাডোতে বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। রাইজিংবিডি.কম

বাইডেন অবশ্য পড়ে গিয়েও আঘাত পাননি। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়ে হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট।

পড়ে যাওয়ার আগে মঞ্চে বিমান বাহিনীর গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন বাইডেন। বক্তৃতা শেষে ফেরার সময় মঞ্চে থাকা একটি ছোট বালির ব্যাগের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। বিমান বাহিনীর কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের সহায়তায় উঠে দাঁড়ান তিনি। পরে কারো সহায়তা ছাড়া নিজের আসনে গিয়ে বসেন প্রেসিডেন্ট। 

হোয়াইট হাউজের কমিউকেশনস ডিরেক্টর বেন লাবোল্ট বলেছেন, ‘তিনি (বাইডেন) ঠিক আছেন। তিনি যখন করমর্দন করছিলেন, মঞ্চে একপাশে একটা ছোট বালির ব্যাগ ছিল।’

হোয়াইট হাউজ জানিয়েছে, মঞ্চে টেলিপ্রম্পটারের জন্য বালু ভর্তি ছোট দুটি ব্যাগ রাখা হয়েছিল। উঠে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন আঙুল দিয়ে বালু ভর্তি ওই ব্যাগ দেখিয়ে দেন।

বাইডেনের হোঁচট খেয়ে পড়ে যাওয়া অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পড়ে গিয়ে পা ভাঙে তার। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন তিনি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়