শিরোনাম
◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০১:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনেগালে বিরোধী নেতার ২ বছরের সাজা,  বিক্ষোভে নিহত ৯

ইমরুল শাহেদ: দেশটির বিরোধী নেতা ওসমানে সোনকোর বিরুদ্ধে ধর্ষণ ও যুবকদের ভুল পথে পরিচালনার অভিযোগ ছিল। তবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুধু যুবকদের ভুল পথে পরিচালনার জন্য তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে। সোনকোর দল পিএএসটিইএফ অভিযোগ, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। সূত্র: ডয়েচে ভেলে

ধর্ষণের অভিযোগে বলা হয়েছে, তিনি একটি ম্যাসাজ পার্লারের নারীকে যৌননিগ্রহ করেছিলেন এবং হত্যার হুমকি দিয়েছেন। এজন্য তার ১০ বছর জেল চেয়েছিলেন সরকারি আইনজীবীরা। কিন্তু আদালত জানিয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। সূত্র: আল-জাজিরা

শুক্রবার সকাল থেকে এই রায়ের বিরুদ্ধে সেনেগালে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে বলেছেন, দুইটি শহরে বিক্ষোভে নয়জনের মৃত্যু হয়েছে। 

সোনকো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয়। সোনকো অভিযোগ করেছিলেন, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বিচারপ্রক্রিয়া বয়কট করেছিলেন। কিন্তু রায় বের হওয়ার আগে তাকে জোর করে ডাকারে নিয়ে যাওয়া হয়।

আদালতের রায়ের পরই সেনেগালের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বাসে আগুন ধরানো হয়। দাঙ্গাবিরোধী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ডাকারে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। যদিও সরকারি মুখপাত্র দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

গত প্রেসিডেন্ট নির্বাচনে সোনকো তৃতীয় হয়েছিলেন। সেনেগালের নিয়ম হলো, কোনো রাজনীতিক যদি গুরুতর অপরাধে শাস্তি পান, তাহলে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। যুবকদের বিপথেচালিত করার থেকে ধর্ষণ অনেক গুরুতর অপরাধ। জেল হওয়ার পর সোনকো আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আইএস/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়