শিরোনাম
◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৩, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে শতবর্ষ পুরোনো স্কুলের লাইব্রেরি পুড়িয়ে দিল উগ্রপন্থীর 

জাফর খান: বিখ্যাত মুসলিম স্কুলটির আঙ্গিনাতে  প্রবেশ করলেই দেখা যাবে চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে কাঁচের ভাঙা টুকরা, ইট আর মদের বেশ কয়েকটি বোতল। আর প্রতিষ্ঠানটির মূল ফটকটি যেন উধাও হয়ে গেছে। পোড়া ফ্যান, জানালা, আসবাপত্রগুলো পড়ে রয়েছে মেঝেতে। আরেকটি কোনায় দেখা যাচ্ছে ছাদ থেকে গড়িয়ে পড়ছে পানি। আল জাজিরা 

দেশটির বিহারের মাদ্রাসা আজিজিয়া যেটি কিনা মুসলিমদের জন্য বিখ্যাত স্কুল হিসেবে পরিচিত। যেখানে কিনা বহু সময় ধরেই মুসলিম শিহুরা শিক্ষা নিয়ে থাকছেন। এটি বিহারের পূর্বাঞ্চলের নালান্দা জেলায় অবস্থিত। 

গত ৩১ মার্চ এই ঐতিহ্যবাহি স্কুলটিতে হিন্দুদের ধর্মীয় উৎসব রাম নাভামি উদযাপনের সময় একটি হিন্দু ডানপন্থী দল ‘জয় শ্রীরাম’ বলে হামলা চালায়।

স্থানীয়রা জানান, এসময় একটি বিশাল মিছিল এটির পাশ দিয়ে যাওয়ার সময় হামলাটি পরিচালনা করে। হামলার সময় বিক্ষোভকারীরা অস্ত্র হাতে স্লোগান দিচ্ছিল। এসময় তারা দোকান, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে। 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১ হাজার লোক পেট্রোল বোমা, লাঠি ও অন্যান্য অস্ত্র বহন করছিলেন এসময়। পরে তারা স্কুলটিতে আগুন ধরিয়ে দিলে ৫ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরিটি পুড়ে যায়। এতে করে শতবর্ষ পুরোনো পান্ডুলিপি ও ঐতিহাসিক দলিলাদি পুড়ে যায়। 

স্কুলটির নিরাপত্তারক্ষী মোহান বাহাদুর জানান, হিন্দু ডানপন্থী দলটি স্লোগান দিতে দিতে মুসলিম ও খ্রীষ্টানদের লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন।   

এদিকে প্রধান শিক্ষক শাকির কাশমি বলেন, হামলার সময় তিনি বাড়িতে ইফতারের জন্য প্রস্ততি নিচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘহটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কিছু উগ্রবাদীদের দেখেন পাথর ছুড়ছেন স্কুলটি লক্ষ্য করে। তিনি এসে দেখেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্কুলে। পরদিন সকালে স্কুলে পৌছে ক্ষতির পরিমাণ দেখে রীতিমত হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি। 

এদিকে পুড়ে যাওয়া বইগুলোর মধ্যে কোরআন, হাদিস ও ১০০ বছরের পুরোনো হাতে লিখা বেশ কিছু বই রয়েছে বলেও জানান তিনি। দি ফ্রন্টিয়ার পোস্ট 

ঘটনার সময় পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম মোহাম্মদ শাহাবুদ্দিন মসজিদের ভেতরে আটকা পড়েন। পরে কয়েক ঘন্টা বাদে পুলিশের সহায়তায় বেরিয়ে আসেন তিনি। 

কাশমি ও শাহাবুদ্দিন বলেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে অনুপুস্থিত ছিলেন। অথচ ঘটনাস্থল হতে থানার দুরত্ব মাত্র ৫০০ মিটার (১৬৪০ ফিট) বলে জানান তারা। 

এদিকে এই বিষয়ে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা অশোক মিশরা জানান, ১৩০ জন হামলাকারিকে সিসি টিভি ফুটেজ দেখে এরইমধ্যে গ্রেপ্তার করা  হয়েছে। পরে ঘটনাস্থলে বিহারের রাজধানী পাটনার সরকারি দপ্তরের এক কর্মকর্তা নোশাদ আলম পরিদর্শনে যান। তিনি এলাকার সকল ধর্মের লোকদের মধ্যে  সম্প্রীতি ও শামতিপূর্ণ অবস্থান বজায় রাখার লক্ষ্যে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।     

ইতিহাস নিয়ে ব্লগ করে থাকেন উমর  আশরাফ (২৭) জানান,  স্কুলটি ১৯০০ সালে বিবি শোঘরা নামের একজন মুসলিম দানবীরের সহায়তায় প্রতিষ্ঠা লাভ করেছিল। তিনি তার নিজস্ব জমি স্কুলটি নির্মানে দান করেছিলেন। তিনি আরো বলেন, ৫ শতাধিক শিক্ষার্থী এটিতে পড়াশুনা করছিলেন।  কোরআন, হাদিসের বাইরে ইংরেজি, অংক, বিজ্ঞান ও মানবিক বিষয়েও শিক্ষাদান চলে আসছিল স্কুলটিতে। 

এদিকে গত শনিবার মুখ্যমন্ত্রি নিতিশ কুমার জানান , সরকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য কাজ করছে। প্রশাসন তার কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের পক্ষ হতে যা কিছু করার আমরা করে যাব বলেও তিনি মন্তব্য করেন।

জেকে/এইচএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়