শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমায় সূর্যমুখী তেল ও গম রপ্তানি হ্রাস করছে রাশিয়া

শামসুল হক বসুনিয়া: আন্তর্জাতিক বাজারে সূর্যমুখী তেল ও গমের মূল্য দ্রুত হ্রাসের কারণে এ দুটি পণ্য রফতানি হ্রাস করছে রাশিয়া। দেশটির কৃষি মন্ত্রণালয় এই সপ্তাহে সাময়িকভাবে রপ্তানি স্থগিত করার আগে উৎপাদকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে। গত সপ্তাহে, সূর্যমুখী তেলের দাম প্রতি টন ১,১০০ থেকে ৮০০ ডলারে নেমেছে। আর গম প্রতি টন ৬০০ ডলার থেকে ৩৯৫ ডলারে নামে। আরটি 

রাশিয়ার তেল রফতানি নিয়ন্ত্রণ সংস্থা এই সপ্তাহে উৎপাদকদের সাথে বসে রপ্তানি বিধিনিষেধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উপ কৃষিমন্ত্রী ওকসানা লুটের বরাত দিয়ে সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। উদ্ভিজ্জ তেল রপ্তানিকারকদের একজন এ ব্যাপারে পরিকল্পিত পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন।
রুশ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি বলেছেন, সূর্যমুখী তেল উৎপাদকদের সাথে একটি পৃথক বৈঠকের সময়সূচী এখনো নির্ধারণ করা হয়নি। কৃষি বিশ্লেষণী সংস্থা সোভেকনের মতে, ২০২১ সালের পর প্রথমবারের মতো মার্চের শুরুতে রুশ গম প্রতি টন ৩০০ ডলারের নিচে লেনদেন করছে। একজন রপ্তানিকারক বলেছেন যে গমের দাম প্রতি টন ২৮০-২৭৫ ডলারে নেমে গেছে, ফলে প্রতি টন গত ২৫০ ডলারে পাওয়া যাবে।

সোভেকনের প্রধান, আন্দ্রে সিজভ, সূর্যমুখী তেল ও গমের দাম হ্রাসের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং সংকটকে দায়ী করেছেন। বেশ কয়েকটি মার্কিন ব্যাঙ্কের পতনের ফলে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে, যা বিশ্ব বাজারে খাদ্য সামগ্রীর দাম হ্রাসে অবদান রেখেছে। তবে তিনি বিশ্বাস করেন, এই প্রবণতা স্বল্পস্থায়ী হবে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়