শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে আরো ২ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্ত্র সরবরাহ

ইমরুল শাহেদ: ইউক্রেনকে আরো দুই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্যে অন্যান্য অস্ত্রসহ দূরপাল্লার রকেটও থাকবে। আল-জাজিরা

বুধবার (২ ফেব্রুয়ারি) উক্ত কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহেই সহায়তার বিষয়টি ঘোষণা দিতে হতে পারে। এর সঙ্গে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। এছাড়া থাকবে প্রিসেশন গাইডেড অস্ত্র ও ট্যাংক ধ্বংসের অস্ত্র জাবেলিনও।

কর্মকর্তাদের একজন বলেছেন, এই প্যাকেজের  ১.৭২৫ বিলিয়ন ডলার আসবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়াটিভ (ইউএসএআই) থেকে। এই অর্থের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন অস্ত্রাগারে হাত না দিয়ে বাইরে থেকে অস্ত্র কিনতে পারবেন। 

এই তহবিলের অর্থ দিয়ে তিনি ইউক্রেনের জন্য গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে পারেন। এই বোমের রেঞ্জ হলো ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। কিন্তু ইউক্রেনের চাওয়া অনুসারে ৩০০ কিলোমিটার রেঞ্জের এটিএসিএমএস ক্ষেপনাস্ত্র দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। 

জিএলএসডিবি গাইড বোমার দীর্ঘ পরিসর ইউক্রেনকে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে, যা ইউক্রেনের নাগালের বাইরে ছিল এবং রাশিয়াকে তার লাইনের পিছনে বাধা দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করবে।

সহায়তা প্যাকেজে চিকিৎসা সামগ্রীও রয়েছে। এই সরঞ্জাম দিয়ে তিনটি হাসপাতাল গড়ে তোলা যাবে। সহায়তাটা দিচ্ছে আরেক মিত্র। তবে এসব ব্যাপারে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট স্বাক্ষর না করা প্যাকেজে পরিবর্তন আনা যাবে।

ইউএসএআই তহবিল ছাড়া এই প্যাকেজে ৪০০ মিলিয়ন ডলার যুক্ত হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকে। প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে এই তহবিল থেকে অর্থ গ্রহণ করতে পারেন। 

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়