শিরোনাম
◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে চরম বিপাকে হাজার হাজার ভারতীয় কর্মী

যুক্তরাষ্ট্র

ইমরুল শাহেদ: বিশ্বব্যাপী একের পর এক কর্মী ছাঁটাই করে চলেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সোমবার ওয়াশিংটন পোস্টের দেয়া তথ্য অনুযায়ী, গত বছর নভেম্বর পর্যন্ত অন্তত দুই লাখ কর্মী ছাঁটাই করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনে চাকরি হারিয়ে বিপাকে পড়া প্রযুক্তিকর্মীরা নতুন কাজ খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। কারণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই তাদেরকে কাজ পেতে হবে।   

গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও অ্যামাজনের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে রেকর্ডসংখ্যক প্রযুক্তি প্রকৌশলী চাকরি হারিয়েছেন। ছাঁটাইকৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। যাদের অধিকাংশই কর্মী ভিসাধারী। যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী হিসেবে বাস করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই হলো এইচ-ওয়ানবি এবং এলএক ভিসা পাওয়া। 

এই প্রযুক্তি প্রকৌশলীদের সহায়তায় এরই মধ্যে গ্লোবাল ইন্ডিয়ান টেকনোলজি প্রফেশনালস এবং ফাউন্ডেশন ফর ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ যৌথভাবে কাজ শুরু করেছে। কর্মসংস্থান হারানো ভারতীয় কর্মীদের চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্যদাতাদের সঙ্গে যুক্ত করে তাদের সাহায্যের চেষ্টা করছে সংস্থাগুলো।

এই কঠিন অবস্থায় চাকরিচ্যুত ভারতীয় আইটি কর্মীরা তাদের পরিস্থিতির সমাধানের উপায় খুঁজতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির এক একটিতে, ৮০০ জনেরও বেশি বেকার আছেন যারা দেশ বিদেশের বিভিন্ন শূন্য পদের বিজ্ঞপ্তি নিজেদের মধ্যে প্রচার করছেন। এ ছাড়াও তারা বিভিন্ন ভিসার বিকল্প নিয়ে আলোচনা করছে কিছু অভিবাসন প্রতিনিধিদের সঙ্গে যারা এই সময়ে তাদের স্বেচ্ছায় পরামর্শ বা সেবা প্রদান করছেন।

আইএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়