শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে চরম বিপাকে হাজার হাজার ভারতীয় কর্মী

যুক্তরাষ্ট্র

ইমরুল শাহেদ: বিশ্বব্যাপী একের পর এক কর্মী ছাঁটাই করে চলেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সোমবার ওয়াশিংটন পোস্টের দেয়া তথ্য অনুযায়ী, গত বছর নভেম্বর পর্যন্ত অন্তত দুই লাখ কর্মী ছাঁটাই করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনে চাকরি হারিয়ে বিপাকে পড়া প্রযুক্তিকর্মীরা নতুন কাজ খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। কারণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই তাদেরকে কাজ পেতে হবে।   

গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও অ্যামাজনের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে রেকর্ডসংখ্যক প্রযুক্তি প্রকৌশলী চাকরি হারিয়েছেন। ছাঁটাইকৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। যাদের অধিকাংশই কর্মী ভিসাধারী। যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী হিসেবে বাস করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই হলো এইচ-ওয়ানবি এবং এলএক ভিসা পাওয়া। 

এই প্রযুক্তি প্রকৌশলীদের সহায়তায় এরই মধ্যে গ্লোবাল ইন্ডিয়ান টেকনোলজি প্রফেশনালস এবং ফাউন্ডেশন ফর ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ যৌথভাবে কাজ শুরু করেছে। কর্মসংস্থান হারানো ভারতীয় কর্মীদের চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্যদাতাদের সঙ্গে যুক্ত করে তাদের সাহায্যের চেষ্টা করছে সংস্থাগুলো।

এই কঠিন অবস্থায় চাকরিচ্যুত ভারতীয় আইটি কর্মীরা তাদের পরিস্থিতির সমাধানের উপায় খুঁজতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির এক একটিতে, ৮০০ জনেরও বেশি বেকার আছেন যারা দেশ বিদেশের বিভিন্ন শূন্য পদের বিজ্ঞপ্তি নিজেদের মধ্যে প্রচার করছেন। এ ছাড়াও তারা বিভিন্ন ভিসার বিকল্প নিয়ে আলোচনা করছে কিছু অভিবাসন প্রতিনিধিদের সঙ্গে যারা এই সময়ে তাদের স্বেচ্ছায় পরামর্শ বা সেবা প্রদান করছেন।

আইএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়