শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইমরুল শাহেদ: ইউক্রেন আক্রমণের ২৬০ দিন পূর্ণ হওয়ার দুই দিন আগে রুশ বাহিনী খেরসন ত্যাগ করে। এটিই ছিল দেশটির একমাত্র প্রাদেশিক রাজধানী, যা রুশ বাহিনী দখল করে নিয়েছিল। খেরসনকে রাশিয়াভুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেরসন এখন মুক্ত এবং খুব শিগগিরই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন সফরে যাবেন। টইম অনলাইন 

জেলেনস্কি ইউক্রেনকে নেতৃত্ব দিচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে দেশটি। ইউক্রেনের দৃঢ়চেতা এই নেতাকে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে তিনি দশজনের একটি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

জেলনস্কি শুরু থেকে রাশিয়ার হামলা বন্ধ ও ইউক্রেনকে রক্ষায় সর্বদা নিয়োজিত। রুশ হামলার পর থেকেই বিশ্বমঞ্চে নেতা হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে ইউক্রেন রাশিয়ার বিপক্ষে অনেক স্থানে জয় পেয়েছে ও হারানো ভূমি পুনরুদ্ধার করেছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সবরকমের সহযোগিতা করছে।

সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল রফতানি ইস্যুতে পশ্চিমা মিত্রদের দ্বারা নির্ধারিত মূল্যসীমার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ পশ্চিমা পদক্ষেপকে দূর্বল বলে অভিহিত করেছেন।

শুক্রবার অনুমোদিত ওই নির্ধারিত মূল্যসীমার লক্ষ্য সমুদ্রবাহিত রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেলের জন্য ৬০ মার্কিন ডলার অর্থ প্রদান করা। রুশ খনিজ তেল ক্রয়ের জন্য ওই দেশগুলো এখন থেকে এর চেয়ে বেশি অর্থ দেবে না।

আইএস/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়