শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১২:১৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনাদের ব্যথায় আমিও ব্যথিত: পুতিন

ইমরুল শাহেদ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত সৈনিকদের মায়েদের একটি গ্রুপকে বলেন, ‘আপনাদের ব্যথা, আমারও ব্যথা।’ ইউক্রেনে যুদ্ধরত কিছু সেনা প্রাণ হারিয়েছে। তিনি বলেন, ‘নিহত পুত্রের স্থান কোনো কিছু দিয়েই পূর্ণ করা যায় না।’ সাক্ষাতের শুরুতেই তিনি এই কথা বলেছেন, যা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বিবিসি

কিছু মা ক্রেমলীনপন্থী আন্দোলনের সঙ্গেও যুক্ত। সমালোচকরা বলেছেন, পুতিনের সঙ্গে সাক্ষাতের কিছু মাকে বেছে নেওয়া হয়েছে। ইউক্রেন আক্রমণ বিরোধী মনোভাব রাশিয়ার অভ্যন্তরে ক্রমশই প্রকটিত হচ্ছে। দেশজুড়ে মায়েদের গ্রুপগুলো অভিযোগ তুলেছেন, তাদের সন্তানদের যৎসামান্য প্রশিক্ষণ দিয়েই ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে। তাদেরকে দেওয়া হয়নি ভালো অস্ত্রশস্ত্র এবং শীতের কাপড়-চোপড়।

কেউ কেউ রাশিয়ান সামরিক বাহিনীকে সাম্প্রতিক মাসগুলিতে ভারী সামরিক পরাজয়ের পর জোরপূর্বক মোতায়েন করা লোকদের ‘কামানের খাদ্য’-তে পরিণত করার অভিযোগ করেছেন। মার্কিন সিনিয়র জেনারেল মার্ক মিলে বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর প্রায় এক লাখ রুশ ও এক লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছে।’

ক্রেমলীন অনেকটা বিরলভাবে গত সেপ্টেম্বর মাসে বলেছে, সংরক্ষিত সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে তাদের কিছু ভুল আছে। সেনাদের মায়েদের সঙ্গে মস্কোর কাছেই পুতিনের সরকারি বাসভবনে সাক্ষাতের সময় দেখা যায় তিনি ১৭ জন মায়ের সঙ্গে কথা বলছেন। তাদের বেশিভাগই মাথায় কালো স্কার্ফ পরেছিলেন, যা ছিলো শোকের প্রতীক।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদেরকে আমি বলতে চাই, আমি এবং দেশের পুরো নেতৃত্বই আপনাদের ব্যথার মতো সমব্যথী।’ তিনি একজন মাকে বলেন, আপনার ছেলের লক্ষ্য অর্জিত হয়েছে। তার মৃত্যু বৃথা যায়নি।

আইএস/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়