শিরোনাম
◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ভারতের মধ্যপ্রদেশে রামনবমীর পুজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ১৩ ◈ রোজা-ঈদ ঘিরে অপরাধ দমন জোরদারে আইজিপির নির্দেশ ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়: প্রশ্ন তথ্যমন্ত্রীর ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১২:১৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনাদের ব্যথায় আমিও ব্যথিত: পুতিন

ইমরুল শাহেদ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত সৈনিকদের মায়েদের একটি গ্রুপকে বলেন, ‘আপনাদের ব্যথা, আমারও ব্যথা।’ ইউক্রেনে যুদ্ধরত কিছু সেনা প্রাণ হারিয়েছে। তিনি বলেন, ‘নিহত পুত্রের স্থান কোনো কিছু দিয়েই পূর্ণ করা যায় না।’ সাক্ষাতের শুরুতেই তিনি এই কথা বলেছেন, যা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বিবিসি

কিছু মা ক্রেমলীনপন্থী আন্দোলনের সঙ্গেও যুক্ত। সমালোচকরা বলেছেন, পুতিনের সঙ্গে সাক্ষাতের কিছু মাকে বেছে নেওয়া হয়েছে। ইউক্রেন আক্রমণ বিরোধী মনোভাব রাশিয়ার অভ্যন্তরে ক্রমশই প্রকটিত হচ্ছে। দেশজুড়ে মায়েদের গ্রুপগুলো অভিযোগ তুলেছেন, তাদের সন্তানদের যৎসামান্য প্রশিক্ষণ দিয়েই ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে। তাদেরকে দেওয়া হয়নি ভালো অস্ত্রশস্ত্র এবং শীতের কাপড়-চোপড়।

কেউ কেউ রাশিয়ান সামরিক বাহিনীকে সাম্প্রতিক মাসগুলিতে ভারী সামরিক পরাজয়ের পর জোরপূর্বক মোতায়েন করা লোকদের ‘কামানের খাদ্য’-তে পরিণত করার অভিযোগ করেছেন। মার্কিন সিনিয়র জেনারেল মার্ক মিলে বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর প্রায় এক লাখ রুশ ও এক লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছে।’

ক্রেমলীন অনেকটা বিরলভাবে গত সেপ্টেম্বর মাসে বলেছে, সংরক্ষিত সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে তাদের কিছু ভুল আছে। সেনাদের মায়েদের সঙ্গে মস্কোর কাছেই পুতিনের সরকারি বাসভবনে সাক্ষাতের সময় দেখা যায় তিনি ১৭ জন মায়ের সঙ্গে কথা বলছেন। তাদের বেশিভাগই মাথায় কালো স্কার্ফ পরেছিলেন, যা ছিলো শোকের প্রতীক।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদেরকে আমি বলতে চাই, আমি এবং দেশের পুরো নেতৃত্বই আপনাদের ব্যথার মতো সমব্যথী।’ তিনি একজন মাকে বলেন, আপনার ছেলের লক্ষ্য অর্জিত হয়েছে। তার মৃত্যু বৃথা যায়নি।

আইএস/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়