আন্তর্জাতিক ডেস্ক: চকলেট কেক ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে হাসপাতালে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরী বিরল রোগে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে। চ্যানেল ২৪
কিশোরী চকলেট আর ইঁদুর মারার বিষের মধ্যকার পার্থক্য একদমই বুঝতে পারেনি। এ কারণে ভুল করে বিষ খাওয়ায় মৃত্যু হয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের পুদুচেরির কারাইকাল এলাকায়। মৃতের নাম আর সালোথ নীতিক্ষিণী। তিনি জেনারেল ডিসটোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। এটি এক প্রকার অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন সংক্রান্ত রোগ। সাধারণত এই রোগে কেউ আক্রান্ত হলে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরী বমি বমি ভাব ও বমি হওয়ার অভিযোগ করে। পরে তার মা জিজ্ঞেস করলে জানান, জানালার কাছে রাখা একটি চকলেট কেক খেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে কিশোরীর মা বলেন, এটি কেক নয়, ইঁদুরের বিষয়।
এ ঘটনায় পরে তাকে কোট্টুচেরি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কারাইকাল সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউ’তে রেখে চিকিৎসা চলছিল তার। কিন্তু অনেক চেষ্টারও পরও বাঁচানো যায়নি তাকে। সোমবার মৃত্যু হয় তার।
এদিকে পুলিশ সূত্রের খবর, বছর দুয়েক আগে নীতিক্ষিণার জেনারেল ডিসটোনিয়া রোগ শনাক্ত হয়। অসুস্থতার কারণে তার পড়ালেখা ছেড়ে দিতে হয়। এরপর থেকে বাড়িতেই থাকতো সে।
এ ঘটনায় কোট্টুচেরি পুলিশ সিআরপিসির ১৭৪ ধারায় (সন্দেহজনক মৃত্যুর বিষয়ে তদন্ত ও প্রতিবেদন) একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্তও শুরু করেছে।