শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরী প্রশিক্ষণার্থীর সঙ্গে যৌন সম্পর্ক, বরখাস্ত দুই ব্রিটিশ সেনা

উত্তর ইয়র্কশায়ারের ক্যাটারিক ইনফ্যান্ট্রি ট্রেনিং সেন্টারে কর্মরত দুই ব্রিটিশ সেনা প্রশিক্ষক ১৭ বছর বয়সী এক নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছেন।

আদালতে প্রমাণিত হয়, ল্যান্স সার্জেন্ট অ্যান্টনি পিউ (৩৬) ও সার্জেন্ট কনার ফোরগান (৩২) ওই প্রশিক্ষণার্থীর সঙ্গে আলাদা আলাদা সময়ে সম্পর্ক গড়ে তোলেন এবং পরস্পরের কাছে তা নিয়ে গর্বও করেন। যদিও তারা প্রথমে এ অভিযোগ অস্বীকার করেছিলেন, পরে বিচারে দোষী সাব্যস্ত হন।

রায় অনুযায়ী, পিউকে ২০ মাস এবং ফোরগানকে ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দুজনকেই সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে এবং আগামী ১০ বছরের জন্য যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুনানিতে আইনজীবীরা জানান, অভিযুক্তরা অপরাধ সংঘটনে পরিকল্পনার প্রমাণ রেখেছেন এবং তারা এমন একটি অবস্থানে ছিলেন যেখানে প্রশিক্ষণার্থীর ওপর তাদের কর্তৃত্ব ও প্রভাব ছিল।

আদালতে আরও জানানো হয়, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে নিয়ে অবমাননাকর ও অবমূল্যায়নমূলক বার্তা আদান-প্রদান করেছিলেন।

রায়ে বিচারক মন্তব্য করেন, ভুক্তভোগী ছিলেন মাত্র ১৭ বছরের কিশোরী এবং তার সঙ্গে আচরণ ছিল লজ্জাজনক, অশালীন ও নারীবিদ্বেষী। এই অপরাধকে গুরুতর আস্থাভঙ্গ হিসেবেও উল্লেখ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্র: ইয়াহু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়