স্বীকৃতি দেওয়া হয়েছিল সাড়ে তিন মাস আগেই। সোমবার থেকে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ প্যালেস্টাইনের দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করল ব্রিটেনের রাজধানী লন্ডনে। পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন হুসাম জোমলত।
প্যালেস্টাইন দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে হুসাম বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী— পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধা-সহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হল ব্রিটেনে।’’ ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল প্যালেস্টাইনকে। তারই ফলশ্রতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হল।
গাজ়ায় ইজ়রায়েলের একতরফা হামলার প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ আরও কয়েকটি দেশও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আদর্শগত ভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস। ব্রিটেনের দূতাবাস পরিচালনার দায়িত্বেও রয়েছে পিএলও নেতৃত্বাধীন প্যালেস্টাইন সরকার। সূত্র: আনন্দবাজার