রয়টার্স ও সিএনএন : যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দ্বন্দ্ব দুই সপ্তাহে পা দিয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই মধ্যে ডেমোক্র্যাটদের কিছু প্রিয় প্রোগ্রাম বন্ধ করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডেমোক্র্যাটদের দায়ী করে প্রচারণাও চালানো হচ্ছে দেশটিতে। ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উত্স খুঁজতে বাধ্য হচ্ছে। ৪ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কমচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শাটডাউনের কারণে ডেমোক্র্যাটরা সমস্যায় পড়তে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, কয়েকটি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার তালিকা শুক্রবারের (আগামীকাল) মধ্যে প্রকাশ হতে পারে, তবে তিনি নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি। ট্রাম্প বলেন, রিপাবলিকান প্রোগ্রামগুলো নিরাপদ থাকবে। এদিকে, ট্রাম্প ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউ ইয়র্কের মতো ডেমোক্র্যাট প্রভাবিত রাজ্যে অবকাঠামো এবং শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত ২৮ বিলিয়ন ডলার পুনঃনির্দেশ বা স্থগিত করেছেন।
এদিকে শিগিগর এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উত্স খুঁজতে বাধ্য হয়েছে। ডেমোক্র্যাটদের দাবিতে কান না দিয়ে প্রশাসনকে ফেডারেল সরকারের খরচ জোগানোর বিকল্প উপায় খুঁজতে বলেছেন ট্রাম্প।
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম জানান, তার বিভাগে কিছু অভিনব সমাধান খুঁজে পেয়েছে। এর ফলে কোস্ট গার্ডের সদস্যদের বেতন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি নোয়েম।
পাশাপাশি, সরকারি কর্মকর্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি অব্যাহত রাখার জন্যও কর্মীদের বেতনের বিকল্প উত্স খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারী ও শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে এমন একটি কর্মসূচি এর অন্তর্ভুক্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পেন্টাগনের জন্য বরাদ্দ তহবিল থেকে সেনাবাহিনীর সদস্যদের বেতন দেওয়া হবে। অনুবাদ: ইত্তেফাক