শিরোনাম
◈ ২৪ দফা কর্মপরিকল্পনা নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ◈ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর ◈ যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক ◈ বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি, নারীর কাছ থেকে আদায় ৩ লাখ টাকা ◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ ◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায়দরাবাদের ৪০০ বছরের প্রাচীন মসজিদ-মাদরাসা বন্ধের দাবি উগ্র হিন্দুত্ববাদীদের

এবার ভারতের হায়দরাবাদে অবস্থিত ৪০০ বছরের প্রাচীন একটি মসজিদ ও মাদরাসার দিকে নজর পড়েছে দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। এই কমপ্লেক্সটি বন্ধের দাবিতে এরই সামনে বিক্ষোভ করেছে সংগঠনগুলোর সদস্যরা।

বুধবার (২৭ আগস্ট) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, প্রায় ৪০০ বছরের পুরানো এই মাদরাসাটির নাম মাদরাসা নুমানিয়া। গত ৭ বছর ধরে এটি কুতুব শাহী আমলের মসজিদ-ই-হুসাইনির ভেতরে পরিচালিত হচ্ছে, যেখানে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়।

এই বিষয়ে স্থানীয় মজলিস বাঁচাও তেহরিকের (এমবিটি) মুখপাত্র আমজাদুল্লাহ খান অভিযোগ করেছেন, এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ শহরে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর জন্য ইচ্ছাকৃত এক প্রচেষ্টা।

তিনি বলেন, ‘হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পরিচালিত মাদরাসা বন্ধের দাবিতে একটি বিক্ষোভ আয়োজন করে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।’

তিনি আরো অভিযোগ করেছেন, এ সময় পুলিশ চুপ করেছিল এবং দুই ঘণ্টারও বেশি সময় ধরে উসকানিমূলক স্লোগান দেয়ার পরও তারা কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বহিরাগতদের’ ভর্তি করার অভিযোগ করেছে। অভিযোগ অস্বীকার করে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করেছে, শিক্ষার্থীরা সবাই স্থানীয় এবং কোনো বহিরাগতকে ভর্তি করা হয়নি।

মাদরাসায় নিয়মিত ক্লাসে যোগদানকারী বেশ কয়েকজন ছাত্র রয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষক চাকরি করছেন। মাদরাসা বন্ধের দাবি বাড়ার সাথে সাথে শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলার পর স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সংগঠনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করার অভিযোগ করেছেন। বলেছেন, কেবল দাবির প্রতিবাদের কারণে মাদরাসা বন্ধ করা উচিত নয় এবং পুলিশকে অবশ্যই দলগুলোর পক্ষ নেয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়