শিরোনাম
◈ এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে ◈ ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মোদীর চীন ঘেঁষা কূটনীতি? ◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন ◈ বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক, দেশে ফিরবেন তারেক রহমান ◈ প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সে আমার জীবন শেষ করেছে: পুতিনের কথিত কন্যা এলিজাভেটার আবেগঘন পোস্টে তোলপাড়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’

ধারণা করা হয়, পুতিন ও তাঁর সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান ২২ বছর বয়সী এলিজাভেটা। তিনি নিজের একটি সেলফি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’

এই পোস্টগুলোর খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।

বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তাঁর এই ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।

বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, এলিজাভেটার মা সভেতলানা ক্রিভোনোগিখ একসময় সাধারণ পরিচারিকা ছিলেন। এখন তিনি রাশিয়ার ‘ব্যাংক রোজিয়া’-এর একজন অংশীদার। ২০২০ সালে সভেতলানার সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছিল প্রায় ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা)।

২০২৪ সালের আগে জানা গিয়েছিল, এলিজাভেটা প্যারিসে বসবাস করছেন রুদনোভা নামে এবং ইউক্রেন যুদ্ধবিরোধী শিল্পীদের একটি গ্যালারিতে কাজ করছিলেন।

সে সময় এলিজাভেটার পরিচয়টি ফাঁস করে দেন রুশ শিল্পী নাস্তিয়া রোদিওনোভা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নাস্তিয়া দেশ ছেড়েছিলেন। তিনি প্যারিসের ওই গ্যালারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই বলে যে—পুতিন পরিবারের কেউ এমন জায়গায় কাজ করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যুদ্ধ শুরুর পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এলিজাভেটা সামাজিক মাধ্যমে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। নাস্তিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘আমি কি সত্যিই আমার পরিবারের কর্মকাণ্ডের জন্য দায়ী? এমন এক পরিবার, যারা আমার কথা শুনতেই চায় না?’

একসময় নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন এলিজাভেটা। বিশেষ করে, ব্যক্তিগত জেটে ভ্রমণ, ডিজাইনার পোশাক, অভিজাত জীবনধারা ইত্যাদি দেখা যেত তাঁর পোস্টগুলোতে।

ধারণা করা হয়, ২০২১ সালে মস্কোর ‘রোভেসনিক’ নামে একটি বারে তিনি ডিজে হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন ওই বারে নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর এবং সেখানে চরমপন্থাবিরোধী গোয়েন্দাদের উপস্থিতিও লক্ষ করা গিয়েছিল। বার কর্তৃপক্ষ এমন দাবি অস্বীকার করলেও তারা একটি বিজ্ঞাপনে উল্লেখ করেছিল—উত্তরের রাজধানী থেকে আসা এক রহস্যময় তরুণী পারফর্ম করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়