শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি

প্রায় ৬০ জন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমপিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 'জাতিগত নির্মূল' বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন।

শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 'লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডিল ইস্ট' আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের ৫৯ জন এমপি সই করেছেন। চিঠিটি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে।

এমপিরা দক্ষিণ গাজার রাফাহ শহরের ধ্বংসাবশেষের মধ্যে তাঁবু দিয়ে তৈরি একটি তথাকথিত 'মানবিক শহর' নির্মাণের ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ল্যামির প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে দেন। এই পরিকল্পনা বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর এবং ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলার শামিল।

চিঠিতে পরিকল্পনাটিকে 'জাতিগত নির্মূল' বলে অভিহিত করে বলা হয়, 'অত্যন্ত জরুরিতা এবং উদ্বেগের সঙ্গে আমরা আপনাকে লিখছি, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার বিষয়ে - তিনি গাজার সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে জোরপূর্বক ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের একটি শিবিরে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন।'

এমপিরা বলেছেন, যুক্তরাজ্যকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে, কেবল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (UNRWA)-কে তহবিল পুনরুদ্ধার এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করেই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মাধ্যমেও।

এমপিরা চিঠিতে আরও লিখেছেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আমাদের নিজস্ব নীতিকে দুর্বল করছি।

প্রসঙ্গত, নতুন লেবার প্রশাসনের অধীনে যুক্তরাজ্য সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের অবস্থান পরিবর্তন করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়