শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি

প্রায় ৬০ জন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমপিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 'জাতিগত নির্মূল' বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন।

শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 'লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডিল ইস্ট' আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের ৫৯ জন এমপি সই করেছেন। চিঠিটি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে।

এমপিরা দক্ষিণ গাজার রাফাহ শহরের ধ্বংসাবশেষের মধ্যে তাঁবু দিয়ে তৈরি একটি তথাকথিত 'মানবিক শহর' নির্মাণের ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ল্যামির প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে দেন। এই পরিকল্পনা বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর এবং ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলার শামিল।

চিঠিতে পরিকল্পনাটিকে 'জাতিগত নির্মূল' বলে অভিহিত করে বলা হয়, 'অত্যন্ত জরুরিতা এবং উদ্বেগের সঙ্গে আমরা আপনাকে লিখছি, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার বিষয়ে - তিনি গাজার সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে জোরপূর্বক ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের একটি শিবিরে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন।'

এমপিরা বলেছেন, যুক্তরাজ্যকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে, কেবল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (UNRWA)-কে তহবিল পুনরুদ্ধার এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করেই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মাধ্যমেও।

এমপিরা চিঠিতে আরও লিখেছেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আমাদের নিজস্ব নীতিকে দুর্বল করছি।

প্রসঙ্গত, নতুন লেবার প্রশাসনের অধীনে যুক্তরাজ্য সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের অবস্থান পরিবর্তন করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়