শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে পরবর্তী যুদ্ধই হবে ‘চূড়ান্ত’: ইরানের হুঁশিয়ারি

ইসরায়েলের সঙ্গে পরবর্তী যেকোনো সামরিক সংঘাতকে ‘চূড়ান্ত যুদ্ধ’ হিসেবে দেখছে ইরান। তেহরান এই সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি (রাশিয়া টুডে)-কে ইরানের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

ইরানের হুঁশিয়ারি ও প্রস্তুতি:
তেহরানের সূত্রটি আরটি-কে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মাধ্যমে ইরান ইসরায়েলের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পেরেছে। তাদের দাবি:

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপট:
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী এক তীব্র সংঘাতের অবসান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী:

  • ইসরায়েলি হামলা: চলতি মাসের শুরুতে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের কয়েকজন শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন, যারা পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হয়।

  • মার্কিন হামলা: এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় (নাতানজ ও ফরদোসহ) হামলা চালায়।

  • ইরানের পাল্টা জবাব: তেহরান এই হামলার জবাবে ইসরায়েল এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়।

  • যুদ্ধবিরতি: পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও চলছে।

শীর্ষ নেতাদের বক্তব্য:

  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেন, ইরানের সামরিক জবাবে ইসরায়েল "কার্যত ধ্বংস ও নিষ্ক্রিয়" হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে "জায়নিস্ট শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত।"

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে আরও হামলা চালানো হবে।

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার সম্ভাবনা নাকচ করেননি।

সূত্র: আরটি (রাশিয়া টুডে)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়