শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০১:৪৪ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল

নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ বলছে, জরুরি পরিষেবাগুলো বন্দর শহর হাইফায় একটি বসতিতে হামলার খবর পেয়েছে। ভবনের ক্ষতি হয়েছে।

এদিকে হাইফার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরের ওপরে রাতের আকাশে ঘন ধোঁয়া উঠছে।

বিবিসির খবরে বলা হয়, এখন জেরুজালেমে সাইরেন বন্ধ হয়েছে। মনে হচ্ছে সেখানে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে। তবে হাইফায় সরাসরি মিসাইল আঘাতের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে, তারা ইরানের ভেতরে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়