শিরোনাম
◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ

আরমান কবীর : টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র নাজিম সিকদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রবিবার (১৫ জুন) সকালে উপজেলার হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে। মৃত নাজিম সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
 
এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়। রবিবার সকালে মজিদপুর গ্রামের বাসিন্দা নাজিমের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
 
স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল ৮টার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকাল ৪টা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুঁজে না পেয়ে চলে যায়।
 
রবিবার সকাল ৮টার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়