অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, BORG Dreierschützengasse নামের একটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আটজন নিহতের তথ্য দিয়ে এনবিসির করা প্রতিবেদন। অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্সচুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।
তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যার মধ্যে ওই স্কুলের শিক্ষকরাও রয়েছেন।
ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।