শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:৩৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি ক্যালেন্ডার অনুযায়ী জানা গেলো ২০২৬ সালে কবে রমজান ও ঈদ

আজ সারাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। শনিবার (৭ জুন) দেশের সব মুসল্লি পশু কোরবানির মাধ্যমে এ উৎসবে যোগ দেন। কালও অনেক জায়গায় পশু কোরবানি হবে।

ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো এ বছরের দুই বড় উৎসব। এখন আবার রমজান শুরুর অপেক্ষা। এরপর ঈদুল ফিতর…।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিয়াম সাধনার মাস রমজান। আর ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। দিন যেদিনই হোক না কেন দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান। অর্থাৎ শীতকালের কিছুটা ছোঁয়া পাওয়া যাবে আগামী রমজানে। যেহেতু সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়, সে অনুযায়ী ২১ মার্চ দেশে ইদের সম্ভাব্য তারিখ ধরা যায়।

এ বছর সৌদিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ।

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে।

হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস ৩০ দিনের হয় আবার কোনো মাস ২৯ দিনের হয়। ফলে বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

এদিকে মুসলিমদের দুটি বড় উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এ বছরের দুটি উৎসবই শেষ হয়ে গেছে। অপরদিকে ইবাদত বন্দেগির জন্য মহান আল্লাহ তায়ালা বিশেষ মর্যাদা দিয়েছেন পবিত্র রমজান মাসকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়