কাতারে এ বছর পবিত্র ঈদুল আযহার ছুটি থাকবে ৫ দিন। সংযুক্ত আরব আমিরাতে এই ছুটি ৪ দিন। সরকারি ঘোষণায় এ কথা বলা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন খালিজ টাইমস বলছে, উপসাগরীয় এ দেশ কাতারে ঈদের ছুটি শুরু হবে পবিত্র আরাফাতের দিন। ইসলামিক এসব রীতি পালিত হয় চন্দ্রবর্ষের হিসাবে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এবার পবিত্র আরাফাতের দিবস হতে পারে ৫ই জুন, বৃহস্পতিবার। এই হিসাবে ছুটির শেষ দিন হতে পারে ৯ই জুন। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র আরাফাতের দিবসকে সরকারি ছুটি হিসেবে পালন করা হয়।
এরপর সেখানে ঈদুল আযহার জন্য তিন দিনের বিরতি থাকবে। এই তিনদিন হতে পারে ৬ই জুন শুক্রবার থেকে ৮ই জুন রোববার পর্যন্ত। তবে সবকিছুই নির্ভর করে চাঁদ দেখার ওপর।