শিরোনাম
◈ তেল আমদানি এখনো পুরনো দামে, যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পুনর্বিবেচনা হবে: সালেহউদ্দিন আহমেদ ◈ ট্রাম্পের আকস্মিক জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা সহ নিহত ২৭

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২৭ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) একজন জওয়ান নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানের সময় এই ঘটনা ঘটে।

ছত্তিশগড় পুলিশ বলেছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে ২৭ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। এদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজুও রয়েছেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন, “সংঘর্ষের সময় একজন ডিআরজি সদস্য শহিদ হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তল্লাশি অভিযান চলছে।”

এক সূত্রের বারতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় সিনিয়র এক মাওবাদী নেতা লুকিয়ে আছেন, এমন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও এই চারটি জেলায় এই অভিযান পরিচালনা করে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নিরাপত্তা বাহিনী "নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজু সহ ২৭ জন মাওবাদীকে নিষ্ক্রিয় করেছে। নকশালবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধের তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো একজন সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

এই সংঘর্ষের কথা বলতে গিয়ে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন: "অভিযানগুলো মূলত ডিআরজি দ্বারা পরিচালিত হয়। আমি তাদের সাহসিকতাকে স্যালুট জানাই। শুরু থেকেই আমরা তাদের (মওয়াবাদী) আত্মসমর্পণের জন্য আহ্বান জানাচ্ছি... বারবার এটি পুনরাবৃত্তি করার দরকার নেই।" সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়