শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লা জেলার অন্তর্গত ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব বাজি জব্দ করা হয়। আটক করা বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৮৫ লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা।
বিজিবি সূত্র জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে বিজিবির বিশেষ টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২৮ হাজার ৩৪৪ পিস ভারতীয় বাজি জব্দ করা হয়। বাজিগুলো বিভিন্ন প্রকারের এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।
বিজিবি জানিয়েছে, আটককৃত বাজিগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে বিজিবিন এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।