‘অপারেশন সিঁদুর’-এ ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ভারত যে অভিযান চালিয়েছে, সেটি ‘ট্রেলার মাত্র’। প্রয়োজনে পুরো ছবিই দেখিয়ে দেব। শুক্রবার (১৬ মে) গুজরাটের ভুজে বিমানবাহিনী ঘাঁটিতে গিয়ে এসব কথা বলেন তিনি। খবর আন্দবাজারের।
রাজনাথ সিং বলেন, সিঁদুর অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা যা করেছি, তা ট্রেলার ছিল। দরকার পড়লে পুরো ছবি দেখিয়ে দেব। নতুন ভারতের নয়া বাস্তব (নিউ নর্ম্যাল) হল সন্ত্রাসবাদে আঘাত হেনে তা নির্মূল করা।
এসময় পাকিস্তানকে আইএমএফের ঋণ দেয়ার প্রসঙ্গ তুলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাক সরকার মুরিদ এবং বহাওয়ালপুরের দুই জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদের ঘাঁটি পুনর্নিমাণের জন্য আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে। আইএমএফ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ অবশ্যই ওই ঘাঁটি পুনর্নিমাণের জন্য ব্যবহার করা হবে।
পরে পাকিস্তানকে অনুদান দেয়ার বিষয়টি আইএমকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানান তিনি।