শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ, আসছে ই-ভিসা সুবিধা

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিতে পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিলসহ ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।

শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসেন খান বলেছেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে।’

লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে তিনি আরও বলেছেন, ‘অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি ই-ভিসা সুবিধা চালু করার জন্যও কাজ চলছে।’

নতুন নতুন সুযোগ অন্বেষণ এবং দু’দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের জন্য নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোর দেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরে হাইকমিশনার বাংলাদেশের নারকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।

বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং শিপিং রুট চালু করার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান মুহাম্মদ ইকবাল হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়