শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান আজ আলোচনায় বসবে পরবর্তী পদক্ষেপ নিয়ে

ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনের প্রধানরা দুই প্রতিবেশী দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ভারত। আজ সোমবার দুপুরে তাদের মধ্যে আলোচনার কথা রয়েছে।  খবর রয়টার্সের।

এদিকে যুদ্ধবিরতির ফলে সীমান্তে ফিরে এসেছে শান্ত পরিবেশ এবং উভয় দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

প্রাথমিকভাবে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও, এরপর রাতভর কোনো বিস্ফোরণ বা গোলাবর্ষণের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় রবিবার রাতটি ছিল প্রথম শান্তিপূর্ণ রাত, যদিও কিছু স্কুল এখনো বন্ধ রয়েছে।

শনিবার হিমালয় অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আসে চার দিন ধরে চলা তীব্র গোলাগুলি, কূটনৈতিক তৎপরতা ও ওয়াশিংটনের চাপের পর।

ভারতের সেনাবাহিনী রবিবার একটি ‘হটলাইন’ বার্তা পাঠায় পাকিস্তানকে, যেখানে আগের দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয় এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করে ভারতীয় বাহিনী।

তবে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, উভয় দেশের সামরিক পরিচালনাপ্রধানরা সোমবার ভারতীয় সময় দুপুর ১২টায় (গ্রিনিচ সময় ৬:৩০) ফোনে কথা বলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়