শিরোনাম
◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী ◈ ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ছাত্র আন্দোলনের নেত্রী লিজার অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল, যা বলছেন তিনি ◈ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ! ◈ ‘অপারেশন সিন্দুর’ ভারতের আধিপত্যকে ক্ষুণ্ন করেছে ◈ আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী: ডোনাল্ড ট্রাম্প ◈ সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও) ◈ ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া দেওয়ায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে নোটিশ

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি। যা নিয়ে ক্ষুব্ধ ভারত। কেননা, পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করেছিল মোদি সরকার।

শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানে ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই তাদের যেন ঋণ না দেওয়া হয়। পরে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকেও ভোটদানে বিরত থাকে ভারত। যদিও ভারতের বিরোধিতা উপেক্ষা করেই শেষ পর্যন্ত পাকিস্তানকে অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ।

ভারতের ভোটদান থেকে বিরত থাকার পেছনে কারণ হিসেবে দেশটির গণমাধ্যম জানিয়েছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী, ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনও সুযোগ নেই। অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হবে নয়তো ভোটদানে বিরত থাকতে হবে। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও ভোটাভুটিতে বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না। তাই ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ করে তারা।

ভারতের তরফে বলা হয়েছে, ‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’

যদিও ভারতের এসব অভিযোগ ধোপে টেকেনি। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ। আর আইএমএফের এমন সিদ্ধান্তে যে ক্ষুব্ধ ভারত; সেটা পরিষ্কার হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর এক্সে দেওয়া পোস্টে।

যেখানে আবদুল্লাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত নই আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে মনে করে উপমহাদেশে বর্তমান উত্তেজনা কমে যাবে। যখন কিনা আইএমএফ পাকিস্তানকে পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গা ধ্বংস করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার জন্য অর্থ প্রদান করছে তারা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়