শিরোনাম
◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০১:২৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের শানডংয়ের লিয়াওচেং বিশ্ববিদ্যালয়ের ডংচাং কলেজের ওই অধ্যাপকের নাম উ।

বয়স লুকিয়ে ছাত্রীদের সঙ্গে প্রেম করার অভিযোগ উঠেছে চীনের এক অধ্যাপকের বিরুদ্ধে। এ ছাড়া তার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক ছাত্রী। পরে তাকে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। 

গত আট বছর ধরে তিনি ডংচাং কলেজে অর্থনীতি নিয়ে অধ্যাপনা করেছেন। প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে লেখা একটি বেনামি চিঠি হাতে এসেছিল কলেজ কর্তৃপক্ষের। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, বয়স, পেশা এবং পরিবার নিয়ে মিথ্যা বলে বেড়িয়েছেন উ। আসল বয়স গোপন করে কলেজের অনেক ছাত্রীর সঙ্গে প্রেম করেছেন।

শুধু নিজের কলেজেরই নয়, অন্যান্য কলেজেরও ১০ জনের মতো ছাত্রীর সঙ্গে পরিচয় এবং বয়স লুকিয়ে ‘প্রেম প্রেম খেলা’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

এমনকি অভিযোগ রয়েছে, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ভয় দেখিয়ে ওই ছাত্রীকে গর্ভপাত করাতেও নাকি বাধ্য করেন উ। সেই বেনামি চিঠি হাতে পেয়েই চমকে যায় কলেজ কর্তৃপক্ষ।

উয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে তারা। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পর ওই অধ্যাপককে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তিনি যাতে অন্য কোথাও চাকরি করতে না পারেন, তার ব্যবস্থাও করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়