শিরোনাম
◈ জেলায় জেলায় ডেঙ্গুর আতঙ্ক, বাড়ছে রোগী ও মৃতের সংখ্যা ◈ গল টে‌স্টে দুই দিনে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪ রান ◈ বিদ্যুতে নেট মিটারিং বাড়াতে উপদেষ্টার নির্দেশনা ◈ এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাসের চাপ কমার শঙ্কা ◈ এশিয়া কাপ ৩ জুলাই শুরু, বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, অংশ নে‌বে না ভারত ◈ যুক্তরাষ্ট্রকে ইরান-ইসরায়েল ইস্যুতে রাশিয়ার সতর্কবার্তা ◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও স্বাধীন প্রতিষ্ঠান চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ ◈ ইরান আত্মসমর্পণ করবে না: জাতির উদ্দেশে ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি ◈ ভারতের দখলে বাংলাদেশের যেসব সম্পদ! (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার  ফোনে  জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াত 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি

এল আর বাদল: কাউকে প্রশ্ন করা হয় ভিসা ছাড়া কোনও দেশে কী যাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি উত্তর দেবেন না। তবে এবারই চমক বিশ্বে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কোনও পাসপোর্টা বা ভিসা ছাড়াই গোটা বিশ্বে ভ্রমণ করেছেন। কোনও দেশ তাঁকে বাধা দেয়নি। 

ভ্যাটিকান সিটিতে তিনি থাকতেন। তাঁর নাম পোপ ফ্রান্সিস। তাঁকে এমনভাবে দেখা হত যে কোনও দেশ কখনও তাঁর ভ্রমণে আপত্তি করেনি। তিনি ৫০ টির বেশি দেশ ভ্রমণ করেছেন। কোনও পাসপোর্ট বা ভিসা লাগেনি। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট ফিগার। তাঁর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ফলে তিনি বিশ্বের যেকোনও জায়গা ভ্রমণ করেছেন কোনও ভিসা তার লাগেনি।

ইটালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে ১৯২৯ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখান থেকেই ভ্যাটিকান সিটিকে একটি আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৬১ সালে ভিয়েনা চুক্তিতেও বলা হয়েছিল পোপ হবে সকলের ওপরে। তিনি কোনও দেশের অধীনে নন। চিন এবং রাশিয়া ভিসার বিষয়টি নিয়ে কড়াকড়ি করলেও পোপ তার উপরে থাকেন।

পোপকে সকলে দেশের ওপরে রেখেছে। তার কাছে রয়েছে একটি ব্যক্তিগত বিমান। সেটি করেই তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। সেই বিমানের নাম শেফার্ড ওয়ান। এটি একটি বোয়িং বিমান। পোপের বিমান হিসেবে এটিকে ধরা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়